এই বিশেষ পুজোয় তৃপ্ত হবেন মা লক্ষ্মী! জেনে নিন বিস্তারিত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

বিভিন্ন দেব দেবীর পুজো করতে হলে আমরা ফুল ব্যবহার করি। ভারতীয় পঞ্জিকামতে ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এই ফুল এবং ধর্মাচারণের দিক থেকে অধিকার করে রেখেছে এক বিশেষ স্থান।

 

এই পুণ্য তিথিটির পরিচয়ই পুষ্পদ্বিতীয়া বা লোকমুখে ফুলেরা দুজ। বিশ্বাস করা হয়, শ্রীরাধিকা দেবী লক্ষ্মীরই অংশসম্ভূতা। অন্য দিকে, এবার ফুলেরা দুজ পড়েছে শুক্রবারে, এই বারটিও দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য শাস্ত্রমতে প্রশস্ত। তাই আজ ফুলেরা দুজ উদযাপন করলে প্রসন্ন হবেন ধনদেবী, সৌভাগ্য-সম্পদে পূর্ণ হবে গৃহ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

ফুলেরা দুজ উদযাপনের রীতি জানুন:-

 

প্রথমত আপনাকে স্নানান্তে যে জায়গায় পুজো হবে, তা পরিষ্কার করে একটি চৌকো পিঁড়ি পাততে হবে। তা হলুদ কাপড় দিয়ে ঢেকে প্রতিষ্ঠা করতে হবে রাধা-কৃষ্ণের বিগ্রহ বা ছবি।

 

এর পর পঞ্চামৃত, অর্থাৎ মধু, তরল গুড়, দুধ, দই, ঘি দিয়ে অভিষেক করতে হবে রাধা-কৃষ্ণের। নিবেদন করতে হবে নতুন বস্ত্র, শৃঙ্গারসামগ্রী।

 

‘ওম হ্রীং শ্রীরাধিকায় নমঃ’ মন্ত্র উচ্চারণ করতে করতে হলুদ এবং লাল ফুল, আতপ চাল, সিঁদুর, চন্দন, দীপ, ধূপ নিবেদন করতে হবে। ইচ্ছা হলে এর পর ভজনগান করা যায়।

 

পূজা শেষে রাধা-কৃষ্ণের আরতি অবশ্য কর্তব্য। শ্রীরাধিকাকে অর্ঘ্য নিবেদনের সময়ে ‘বন্দে বৃন্দাবনন্দম রাধিকাম পরমেশ্বরীম, গোপিকাম পরম শ্রেষ্ঠম হ্লাদিনীন শক্তিরূপিণীম’ মন্ত্রও জপ করা যায়। আরতি শেষে ঘরে একটি প্রদীপ জ্বেলে দিতে হবে, যা সর্বপ্রকার নেতিবাচকতাকে দূর করবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment