মাথায় গামছা বেঁধে, সাইকেলে ঝুড়ি চাপিয়ে যিনি বীরভূমের ছোট গ্রামে গান গেয়ে বাদাম বেঁচতেন ভুবন বাদ্যকরের। সেই বাদামকাকু ভুবন বাদ্যকরের উপস্থিতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। লন্ডন থেকে লাস ভেগাস, অস্ট্রেলিয়া থেকে তানজানিয়া- ভুবন বাদ্যকরের গানের জাদুতে বুঁদ আট থেকে আশি। দেশি-বিদেশি সেলিব্রিটিরাও তাঁর বাদাম গানে নাচতে ব্যস্ত। রাতারাতি তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন।
কিছুদিন আগেই মুম্বইয়ে গিয়ে গান রেকর্ড করে এসেছেন ভুবন বাদ্যকর। এবার হিরো আলমের সঙ্গে জুটি বাঁধলেন। অন্যদিকে, শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলম সাঈদ। তাঁর গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ভিডিও বার্তায় আলম জানিয়েছিলেন নতুন চমক নিয়ে আসছেন তিনি। শোনা গিয়েছে, লেকটাউনের একটি স্টুডিওতে ভুবন বাদ্যকরের সঙ্গে নতুন এই গান রেকর্ড করেছেন হিরো আলম। তাঁর ফেসবুক পেজ থেকে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়ালের প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই গানটি।
গানের কথা লিখেছেন নজরুল কবীর। সুর সাজিয়েছেন এফ এ প্রীতম এবং গানের মিউজিক ডিরেক্টর ওয়াহেদ সাহিন। দর্শকদের জন্য একটি মিউজিক ভিডিও-ও তৈরি হবে বলে জানা গিয়েছে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন