নলহাটি: বৃহস্পতিবার নলহাটি লোহাপুর স্টেশনে এক কলেজ পড়ুয়াকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো এক ছিনতাইবাজ।
আহত নাইরিন সিদ্দিকী নলহাটি হীরালাল ভকত কলেজের প্রথম বর্ষের ছাত্রী । বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে । ধৃত মুলুক শেখ । বাড়ি লোহাপুরের বারা গ্রামে ।
এদিন মোড়গ্রাম স্টেশন থেকে আজিমগঞ্জ-রামপুরহাট লোকাল ধরে কলেজ যাচ্ছিলেন ।সিদ্দিকির কথায় লোহাপুর ছাড়তেই তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়, কিন্তু সে ছিনতাইবাজকে ধরে ফেলায় চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়ে প্লাটফর্মে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে ওই ছাত্রীর চিৎকারে তা আর হয়নি । তাঁকে প্রথমে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে অবস্থা গুরুতর হওয়ায় রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযুক্তকে প্লাটফর্মে থাকা অন্য যাত্রীরা অভিযুক্তকে জিআরপি-র হাতে তুলে দেয় ।