টাকি ভ্রমণ
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

টাকি ভ্রমণ

লড়াই ২৪ ডেস্ক: একদিনের জন্য যদি কলকাতা থেকে কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে চান, তাহলে টাকি আপনার জন্য একটি আদর্শ জায়গা। ইছামতী নদীতে নৌকা বিহার থেকে শুরু করে লুপ্তপ্রায় টাকি রাজবাড়ি এবং সেই সাথে সুন্দরবনের ছোঁয়া পেতে মিনি সুন্দরবন ঘুরে দেখতে পারেন। এক বা দু,দিনের জন্য টাকি ভ্রমণ যথার্থ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এখানে যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। শিয়ালদহ থেকে টাকি যেতে ২ ঘন্টা ১০ মিনিট মতো সময় লাগে। আবার আপনি চাইলে গাড়িতে করে সড়ক পথে টাকি যেতে পারবেন। ট্রেনে করে গেলে আপনাকে নামতে হবে টাকি রোড স্টেশনে। স্টেশনের পাশ থেকে টোটো বা মোটোর চালিত ভ্যানে চেপে যাওয়া যাবে টাকি রাজবাড়ি ঘাটে। সেখান থেকে জলপথে বাংলাদেশ বর্ডার বা তিন নদীর মোহনা পর্যন্ত আপনি যেতে পারেন।

তিমির একবেলার খাবার হতে হতে বেঁচে ফিরলেন এই ব্যক্তি

বাংলাদেশ বর্ডারের কাছে গেলে বাংলাদেশি নৌকাগুলির দেখা পাবেন। তিন নদীর মোহনায় গেলে পদ্মা, কালিন্দী, গঙ্গা এই তিন নদীর মিলন স্থান দেখতে পাবেন। আপনি চাইলে টাকি ইকোপার্কেও ঘুরে দেখতে পারেন।

মিনি সুন্দরবনে গেলে শাসমূল, শিমূল, হোগলা প্রভৃতির দর্শন পাবেন, যা এই জঙ্গলের নামকে স্বার্থক করেছে। জঙ্গল টপকে ইছামতির পারে গেলে নদীর ওপারে প্রতিবেশী দেশ বাংলাদেশের দর্শন মিলবে।

টাকি ভ্রমণ

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার