Read Time:1 Minute, 24 Second
রক্তদাতা
Lorai 24: রক্ত সংকট মেটাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত হয় রক্তদান শিবির। পাশাপাশি রক্তদাতাদের উৎসাহ দিতে আয়োজক সংস্থা রক্তদাতাদের নামি দামি উপহার দিয়ে থাকেন। রক্তদান উৎসব তো হচ্ছে কিন্তু উপহারে অভিনবত্ব এনেছে বেলঘড়িয়ার রথতলা অটো ইউনিয়নের পক্ষ থেকে। এবারে তাদের রক্তদান উৎসবের রক্তদাতাদের উৎসাহ প্রদানের জন্য উপহার হিসেবে তুলে দেওয়া হল “ঘুটে”। আজকের রক্তদানের মহতী অনুষ্ঠানের সূচনা করেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়।
অভিনব উপহার প্রদান প্রসঙ্গে সংগঠনের প্রধান সংগঠক বিমল সাহা জানালেন কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির ফলে যেভাবে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের ফিরে যেতে হবে সেই আদিম যুগে। সে কারণেই আগাম সর্তকতা হিসেবে রক্তদাতাদের উপহার হিসেবে তুলে দেওয়া হল “ঘুটে”। রক্তদাতা