WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ইতিমধ্যেই ‘অশনি’র প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। নদিয়াতেও সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

 

মঙ্গলবার থেকে ওড়িশার দিকে ঘুরতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’র গতিপথ। সন্ধ্যা নাগাদ পৌঁছতে পারে উপকূলের খুব কাছে। কিন্তু এই ঝড়ের কী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী ‘অশনি’র প্রভাবে ভিজবে উপকূলবর্তী সমস্ত জেলাই।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

এবার বিশেষ সতর্ক কলকাতা পুরসভা। বৃষ্টি শুরু হলেই ত্রিফলা বাতিস্তম্ভের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। প্রতি বছর জল জমলে বাতিস্তম্ভ থেকে খোলা থাকা তারের সংস্পর্শে এসে কারও না কারও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। কলকাতা পুরসভায় সোমবার যে উচ্চ পর্যায়ের বৈঠক বসেছিল, সেখানেই এ বিষয়ে আলোচনা হয়েছে।

 

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৃষ্টি শুরু হলেই কলকাতা পুরসভার অন্তর্গত যাবতীয় ত্রিফলা বাতিস্তম্ভের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার