WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলেজ ছাত্রী সাধুবাবা

গৃহস্থের বাড়িতে ঢুকে তাদের পরিবারের ভালো হবার জন্য প্রথমে চাওয়া হয় একটি ধূপকাঠি ,তারপর চাওয়া হয় জল ,এরপর তাদের দু-একটা কথা বলেন এবং তা মিলে ও যায় বিশ্বাস জন্মায় বাড়ির লোকের। ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে আসে সাধুবাবাদের।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সেখানে এসে মেয়ের হাত দেখে ওই দুই সাধুবাবা বলেন, তোর মেয়ের খারাপ সময় আসছে যার জন্য প্রয়োজন ন হাজার টাকা আমরা তাবিজ করে দেবো। সেই শুনে মেয়ের সময় ভালো করতেই মা বাইরে বেরিয়ে যান টাকার জোগাড় করতে। এর পরেই ফাঁকা ঘরে মেয়েকে পেয়ে ওই দুই সাধু মেয়ের গায়ে হাত দেয়।

 

মেয়েটি চেঁচামেচি করলে তাকে ভয় দেখানো হয়, এরপরে ওই দুই সাধু ঘর থেকে বেরিয়ে যায়। মেয়েটির মা তখনো টাকার সন্ধান চালাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছে। এরপরই এলাকার বাসিন্দাদের সহযোগিতায় নোয়াপাড়া থানা ওই দুই সাধুর নামে শ্লীলতাহানি অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। নোয়াপাড়া থানার পুলিশের তৎপরতায় গারুলিয়া পিন কল থেকে নোয়াপাড়া থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধু বেশে এসে এইভাবে তার মেয়ের সর্বনাশ করতে এসেছিল তা তিনি ভাবতে পারছেন না।

কলেজ ছাত্রী সাধুবাবা

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার