সিম কার্ড
টেলিযোগাযোগ দফতর গত সপ্তাহে টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে। সম্প্রতি সিম কার্ডের মাধ্যমে আর্থিক প্রতারণার ঘটনা বেড়েছে। এই আবহে এবার সিম কার্ড বদলের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে টেলিযোগাযোগ দফতর। সিম হারালে বা ক্ষতিগ্রস্ত হলে সিম কার্ড বদলের নিয়ম বদলাচ্ছে। সেই সংক্রান্ত নির্দেশিকা তৈরির কাজ শুরু করেছে টেলিযোগাযোগ দফতর।
গত সপ্তাহে টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে জানা গিয়েছে, টেলিযোগাযোগ দফতর ও সংস্থাগুলির মধ্যকার সেই বৈঠকে সিমকার্ডের অপব্যবহার রোধের বিষয়েও আলোচনা হয়। বর্তমান নিয়মে, যখন একটি সিম কার্ড ক্ষতিগ্রস্ত বা চুরি হয়ে যায়, গ্রাহকরা টেলিকম কোম্পানিকে তা বদলে দেওয়ার জন্য অনুরোধ করেন।
যথাযথ যাচাই-বাছাই শেষে কোম্পানি গ্রাহককে নতুন সিম কার্ড দেয়। তবে এরপরও অনেক সময় প্রতারকরা অবৈধভাবে টেলিকম কোম্পানির জাল কাগজপত্র জমা দিয়ে নতুন সিম কার্ড নিয়ে নেয় এবং অন্য ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে। সিম কার্ড