লড়াই ২৪ : মতুয়ারা সকলেই নাগরিক সিএএ ও এনআরসি চালু করলে আন্দোলন শুরু করবে মতুয়ারা। মঙ্গলবার বনগাঁয় মহাকুমা মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়েছিল বনগাঁ কর্ম তীর্থ ময়দানে। সেখানে যোগদান করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। সেখানেই এ কথা জানান তিনি।
