মহিলাদের উপর অপরাধ দমনে বনগাঁতে তৈরি উইনার্স টিম

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

উইনার্স টিম

মহিলাদের উপর অপরাধ দমনে বনগাঁ পুলিশ জেলাতে তৈরি হল ‘উইনার্স টিম’। এদিন বনগাঁ পুলিশ জেলার অফিস থেকে পুলিশের দুই উচ্চপদস্থ আধিকারিক এর উপস্থিতিতে এই বাহিনীর পথচলা শুরু হয়। নির্দিষ্ট কালো পোষাকের এই উইনার্স টিমের মহিলা বাইক বাহিনী অপরাধ প্রবন এলাকা গুলিতে টহল দেবেন। নজরদারির সময় বিশেষ করে মহিলাঘটিত কোনও অপরাধ সামনে এলেই তারা ব্যবস্থা নেবেন । শুক্রবার বনগাঁ পুলিশ সুপারের অফিসে পুলিশ জেলার জন্য উইনার্স টিম সুচনায় হাজির ছিলেন আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) তন্ময় রায়চৌধুরী, এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্ত, বনগাঁ জেলা পুলিশ সুপার তরুণ হালদার -সহ পুলিশের পদস্থ কর্তারা ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

মুলত মহিলাদের উপর অপরাধে রাশ টানতেই পুলিশের এই উদ্যোগ। উইনার্স টিমের মহিলা বাইক বাহিনী আপাতত বনগাঁ শহর এলাকাতেই নজরদারি চালাবেন। এছাড়াও কোন ধর্মীয় অনুষ্ঠান হোক কিংবা বাজার,স্কুল,কলেজের সামনেও উইনার্স টিমের টহলদারি থাকবে। একজন মহিলা এস এই সহ ১২ জনের থাকছে বাহিনীতে । পরবর্তীতে বনগাঁ পুলিশ জেলার অন্যান্য থানাতে চালু করা হবে।

 

এই প্রসঙ্গে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার বলেন “মুলত মহিলাদের উপর অপরাধ দমনের জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশে উইনার্স টিম চালু করা হয়েছে। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প। প্রথমত বনগাঁ শহর ও তৎসংলগ্ন এলাকায় উইনার্স টিম টহলদারি করবে পরবর্তীতে বনগাঁ পুলিশ সাধারণত উইনার্স টিম গড়ে তোলা হবে।”

উইনার্স টিম

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment