সাংহাই
চিনের একটি স্বাস্থ্যকেন্দ্র সাংহাই শহরে এক প্রবীণ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এমনকী মর্গে পাঠিয়ে দেওয়া হয় দেহ। যদিও হাসপাতালের মর্গের কর্মীরা বুঝতে পারেন বৃদ্ধ দিব্য জীবিত। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সাংহাই শহরে।
চিন প্রশাসন স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে তদন্তের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, প্রবীণদের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং দেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। চিনের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সাংহাইয়ের একটি হাসপাতালের বাইরের দৃশ্য। দেখা যায় হাসপাতালের দুই কর্মীকে। যাঁদের সামনে রাখা রয়েছে একটি হলুদ ব্যাগে মোড়া দেহ।
এই সময় সেখানে উপস্থিত অন্য এক ব্যক্তি হঠাৎই ওই হলুদ ব্যাগের চেন খোলার চেষ্টা করেন। এইসঙ্গে তিনি হাসপাতাল কর্মীদের কাছে দাবি করেন, ওই ব্যক্তি জীবিত। চমকান হাসপাতালের কর্মীরা। কিন্তু ওই ব্যক্তি বারবার দাবি করায় ব্যাগের চেন খুলে পরীক্ষা করে দেখেন তাঁরা। মৃত বলে যাঁকে ভাবা হচ্ছিল তিনি জীবিত বুঝতে পেরেই দ্রুত চেন খুলে ফেলা হয়, যাতে করে শ্বাসকষ্ট না হয়।
একটি ভিডিওতে দেখা গিয়েছে, এরপর প্রবীণদের ওই স্বাস্থ্য কেন্দ্রে হুইল চেয়ারে করে ফেরানো হচ্ছে বৃদ্ধকে।এই ঘটনায় শোরগোল পড়ে গিয়ে সাংহাই শহরে। সাংহাই