রাশিয়া আমেরিকার যুদ্ধ ! দেশ ছাড়ার নির্দেশ দিলেন জো বাইডেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

জো বাইডেন

 

লড়াই ২৪ : ন্যাটোর মতে সোভিয়েত ইউনিয়নের পতনের তিন দশক পরে, রাশিয়া আবার ইউরোপের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। এহেন পরিস্থিতিতে বিশ্বযুদ্ধ এড়াতেই তৎপর বিশ্বের শক্তিধর দেশগুলি। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইউক্রেন নিবাসী সকল আমেরিকানকে অবিলম্বে সেদেশ ছাড়ার নির্দেশ দিলেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

যদিও মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে আমেরিকা সেনা বাহিনী পাঠাবে না বলেই জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘ইউক্রেন নিবাসী আমেরিকান নাগরিকদের অবিলম্বে ফিরে আসা উচিত।’ দীর্ঘদিন ধরে চলতে থাকা ইউক্রেন সঙ্কট আরও ভয়াবহ রূপ নিয়েছে সম্প্রতি।

আমেরিকার দাবি, ইউক্রেন সীমান্তে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সেনা মজুত করেছে রাশিয়া। এমনকি ট্যাঙ্ক নিয়ে মিত্র রাষ্ট্র বেলারুশে সামরিক মহড়াও চালাচ্ছে রুশ সেনা। যুদ্ধের প্রস্তুতির মহড়া হিসেবে বেলারুশে পাঠানো হয়েছে একজোড়া পারমানবিক বোমারু বিমানও।

এই সামরিক মহড়ার কয়েক ঘন্টা পরই একটি সাক্ষাৎকারে বাইডেন জানান, ‘আমরা বিশ্বের অন্যতম সবচেয়ে বড় সেনাবাহিনীর মোকাবিলা করছি। এই পরিস্থিতি অন্যান্য যুদ্ধ পরিস্থিতির থেকে অত্যন্ত আলাদা।’ অতি দ্রুত আরও খারাপ হতে পারে পরিস্থিতি এমনটাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে যে পরিস্থিতিই আসুক ইউক্রেনে সেনাবাহিনী পাঠাবে না আমেরিকা এমনটাই সাফ জানিয়েছেন তিনি।

তিনি জানান, আমেরিকা ইউক্রেনে বাহিনী পাঠালে সেটা তখন বিশ্বযুদ্ধের রূপ নেবে। আমেরিকান এবং রাশিয়ানরা একে অপরকে গুলি করতে শুরু করলে তখন সবকিছু অন্য দুনিয়ায় চলে যায়।

 

জো বাইডেন

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment