Lockdown Update
লড়াই ২৪ : রাজ্য সরকার করোনার আবহে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা করল। রাজ্যের মুখ্যসচিব জানালেন যে, শহর ও রাজ্যের সব সুইমিংপুল, স্পা, বিউটি পার্লার, সেলুন,চিড়িয়াখানা পর্যটনকেন্দ্র ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। রাত দশটা পর্যন্ত শপিং মল, পার্কিং, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ বারে থাকবেন ৫০% গ্রাহক। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কোথাও যেতে বা জমায়েত করতে পারবে না মানুষ।
পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শনিবার, রাজ্যে ৪,৫১২ টি নতুন সংক্রমণের খবর মিলেছে। আগের দিনের সংখ্যার থেকে নতুন সংক্রমণ বেড়েছে ১,০৬১ জন। কলকাতাতেই ২,৩৯৮ টি নতুন কেস রয়েছে।
Lockdown Update