কলকাতা: আনলক ওয়ানের মধ্যেও দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হলেন ৪৩৫। ফলে সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৭৩৫ জন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১২। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০০১ জন। এবং ২৪ ঘন্টায় এই সংখ্যা ৪৬৮ জন। যা রীতিমত অনেকটাই স্বস্তি জোগাচ্ছে রাজ্যবাসীকে। রাজ্যে এখন করোনা পজিটিভের সংখ্যা ৫২১৬ জন।
রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৯৩১৫। এ পর্যন্ত রাজ্যে টেস্ট হয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ২৯১। সূত্রের খবর, মোট ৪৭ টি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে।