সকাল থেকে রাতে টহলদারি! কড়া নজরদারি মহিলা উইনার্স টিমের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

মহিলা উইনার্স টিম

হাবরা: নারী নির্যাতন কমাতে হাবরা শহরের টহলদারি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশের উইনার্স টিমের, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে এই মহিলা পুলিশরা নারী দের নিরাপত্তা সুনিশ্চিত করছেন। ওপর দিকে নারীরাও এদের দেখে হয়ে উঠছেন সাহসী ও আরো বেশি আত্মবিশ্বাসী।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

মহিলাদের উপর নির্যাতন কমাতে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জেলার পাশাপাশি বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে মহিলা উইনার্স পুলিশ টিমের হাবড়া থানার মহিলা উইনার্স পুলিশ টিম হাবড়া বাজার,হাবড়ার বিভিন্ন শপিং মল সহ হাবড়া স্টেশন চত্বর এছাড়াও বাজারে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় টহলদারি করছে।

 

এই বিশেষ টিমে আপাতত ছয়জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশের টিম রয়েছে।এই মহিলা পুলিশের বিশেষ টিমকে দেখা গিয়েছে পথচলতি মহিলাদের সঙ্গে কথা বলতে। যে কোনও সমস্যায় যেন স্থানীয় থানা বা মহিলা পুলিশের এই বিশেষ বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন সেই বিষয়ে বলতেও শোনা গিয়েছে। মহিলা পুলিশের এই ভুমিকায় কিছুটা হলেও নিশ্চিন্ত মহিলারা পুলিশের এই ভূমিকা খুশি পথচলতি মহিলারাও এমনটাই জানিয়েছেন তারা। মহিলা উইনার্স টিম

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment