নবনীত রানা কাউর
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বাড়ির সামনে হনুমান চল্লিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নির্দল সাংসদ অভিনেত্রী নবনীত রানা কাউর। এতে ক্ষেপে যান শিবসেনার কর্মীরা। শনিবার সাতসকালেই রানা দম্পতির অ্যাপার্টমেন্টের বাইরে জড়ো হন তাঁরা। শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। সাংসদ অভিনেত্রী নবনীত রানা কাউরকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ।
কার্যত ঘরবন্দি হয়ে যান নবনীত। মুম্বই শহরতলির একটি বহুতল আবাসনে থাকেন রানা দম্পতি। তাঁরা দুজনেই জনপ্রতিনিধি হওয়ায় তাঁদের বাড়ির বাইরে সর্বক্ষণ নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে।
অভিযোগ, এদিন বিক্ষোভকারীরা সেই নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা করেন। পুলিশের ব্যারিকেড ভেঙে আবাসনের ভিতর ঢোকার চেষ্টা করেন শিবসেনার সদস্যরা। যদিও বড় কোনও অঘটন ঘটার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং বিক্ষোভকারীদের রানা দম্পতির বাড়ির বাইরেই আটকে দিতে সক্ষম হয়। নবনীত রানা কাউর

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন