মুম্বাইয়ের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ১০ শিশু
মুম্বাই: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায়। হাসপাতালের এসএনসিইউ বিভাগে এই আগুন লাগে। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় কমপক্ষে ১০ শিশুর।
স্থানীয় সূত্রে খবর, রাত ২টো নাগাদ এই আগুন লাগে। তা প্রথমে নজরে আসে হাসপাতালের একটি নার্সের। সাথে সাথে তিনি হাসপাতাল আধিকারিকদেরকে জানান। খবর পেয়ে দমকল বাহিনীও আগুন নেভানোর কাজ শুরু করে।
হাসপাতালের আগুন লাগার অংশে কমপক্ষে ১৭টি শিশু সেই বিভাগে ভর্তি ছিল। হাসপাতালে সিভিল সার্জন চিকিৎসক প্রমোদ খান্ডে জানান, ৭টি শিশুকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য এমনই মর্মান্তিক ঘটনা, আগের বছর গুজরাটের রাজকোটের কোভিড হাসপাতলে ঘটেছিল। সেখানেও কমপক্ষে ১১ জনের পুড়ে মৃত্যুর ঘটনা ঘটে ছিল।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন