মুম্বাই: শুক্রবারই ডিজনি হটস্টার’ মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’। শুধু সুশান্তের অনুরাগীরাই নন, ‘দিল বেচারা’ একইভাবে পরিচালক মুকেশ ছাবরা ও ছবির নায়িকা ‘সঞ্জনা সঙ্ঘী’র কাছেও গুরুত্বপূর্ণ ছিল। আর মুক্তির মাত্র তিন ঘণ্টার মধ্যেই ইতিহাস গড়ল সুশান্তের এই শেষ ছবি। দর্শকদের মনে স্থান করে নিয়েছে এই ছবি।
শুক্রবার সাড়ে সাতটা নাগাদ ছবি মুক্তির সাথে সাথে ছবি দেখেছেন বহু মানুষ। এবং তিন ঘন্টার মধ্যে IMDb-তে হায়েস্ট রেটিং-এ দিল বেচারা পেল ১০\১০। ছবি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই টুইটারে ট্রেন্ড হিসেবে ছিল ‘দিল বেচারা’।
এক অনুরাগী লিখেছেন, ”দিল বেচারা ইতিহাস তৈরি করলো। সুশান্তের জন্য খারাপ লাগছে, কারণ, ও ওর পরিশ্রমের জন্য ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার যোগ্য।” আরও একজন লিখেছেন, ”IMDb-র রেটিংয়ে ১০ এর মধ্যে ৯.৮ অর্জন করেছে। এটা সুশান্তের প্রাপ্য। সুশান্ত সবসময়ই আমাদের হৃদয়ে থাকবে। দিল বেচারা ইতিহাস তৈরি করলো।”