কয়েক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার
কলকাতা : করোনা ভাইরাসের ফলে নাজেহাল গোটা বিশ্ব। ভাইরাস সংক্রমনের ভয়ে দীর্ঘ কয়েক মাস স্কুল বন্ধ হয়েছে।এমন পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অনলাইন-ই একমাত্র মাধ্যম।অনলাইনে ক্লাস করার জন্য দরকার ভালো স্মার্টফোন,ল্যাপটপ বা ট্যাব।
কিন্তু পশ্চিমবঙ্গের এমন অনেক পরিবারের ছেলে মেয়ে আছে যারা দুবেলা ঠিকমতো খেতে পায় না; তাদের কাছে অনলাইনে পড়াশোনা খুবই সমস্যা।এছাড়া অনেক ছাত্র-ছাত্রীর পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়।তাই সব পড়ুয়াদের কথা মাথায় রেখে অনলাইন ক্লাসের জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সাড়ে ৯ লক্ষ ট্যাব জোগাড়ে সমস্যা হাওয়ায় এবার অন্য পথ বাছল সরকার।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজ্য সরকার ট্যাবের বদলে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রত্যেক পড়ুয়াকে ১০ হাজার টাকা দেবে। যা দিয়ে পড়ুয়ারা নিজেরাই ট্যাব বা মোবাইল ফোন কিনে নিতে পারবেন। আগামী তিন সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে যাবে ।
এদিন তিনি আরও জানান, “সাড়ে নয় লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু কোনও সংস্থা একলপ্তে এত সংখ্যক ট্যাব সরবরাহ করতে পারবে না। মেরেকেটে দেড় লক্ষ ট্যাব জোগাড় করা সম্ভব হচ্ছে। এদিকে চিনা ট্যাব কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার।ফলে এই বিকল্প ব্যবস্থা করতে হয়েছে।”