দিসপুর – স্কুলে গেলেই প্রতিদিন পাওয়া যাবে ১০০ রুপি। রবিবারই এই ঘোষণা করেছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ মেয়েদের আরও বেশি করে স্কুলমুখী করতে এমনই পরিকল্পনা করেছে ভারতের আসাম সরকার। স্কুল ছাত্রীদের পাশাপাশি কলেজ ছাত্রীদেরও এভাবে উৎসাহিত করা হবে।
এর পাশাপাশি তিনি জানিয়েছেন, জানুয়ারি মাসের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে বই কেনার জন্য ১৫০০ এবং ২০০০ টাকা করে জমা করে দেবে রাজ্য সরকার।
তাঁর দাবি যদি ১ লক্ষ ছাত্রীও প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে, তাহলেও তাদের প্রত্যেককে মোটরবাইক দেবে সরকার। ২০২০ সালে পাশ করা ২২,২৪৫ জন ছাত্রীকে মোটরবাইক দেওয়ার জন্য ১৪৪ কোটি রুপি বরাদ্দ করেছে রাজ্য সরকার।
অনেকেই মনে করছেন এটির মাধমে নির্বাচনের আগে ছাত্রছাত্রীদের মন জয়ে উদ্যোগী হয়েছে আসামের বিজেপি সরকার।