হরিয়ানা: এবার হরিয়ানা। ১৬ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ছাত্রীর ভিডিও বানিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করছিলেন ওই গৃহশিক্ষক।
মেয়েটি গ্রামেরই এক যুবকের কাছ থেকে টিউশনি পড়ত। ২৭ অক্টোবর ২০১৯ রাস্তায় এক যুবক তাকে শ্লীলতাহানি করে। কোনও রকমে সে সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরে।
এরপর ১৮ অক্টোবর ওই শিক্ষকের ভাই টিউশন বাড়িতে মেয়েটির সঙ্গে খারাপ ভাবে ব্যবহার করে। কিশোরী মেয়েটি পুরো ঘটনা তার শিক্ষককে জানালে শিক্ষক বলে, বাড়িতে যেন সে এই কথা আর কাউকে না বলে। একই সঙ্গে ওই শিক্ষক তাঁকে আশ্বাস দেয় যে ওই দুজনের সঙ্গে তিনি নিজে কথা বলবে।
ছাত্রীর অভিযোগ সে বাড়িতে কিছু ভয়ের কারণে জানাতে পারেনি। কারণ সে মনে করেছিল, বাড়িতে জানালে হয়তো তাঁকে পড়া থেকে ছাড়িয়ে দেবে বাড়ির লোকেরা। ছাত্রীর অভিযোগ, এরপর ৩০ অক্টোবর তাঁকে ধর্ষণ করে ওই শিক্ষক। সেই ধর্ষণের ভিডিও রেকর্ড করে পরে আরও বহুবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই ছাত্রীর।
ছাত্রীর দাবি ভিডিও দেখিয়ে তাঁকে লাগাতার ভাবে ধর্ষণ করছিল ওই শিক্ষক। একইসঙ্গে তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকাও নিয়ে নেয় বলে দাবি। এরপর চলতি মাসের ২ সেপ্টেম্বর গৃহশিক্ষক তাকে আবারও টাকার জন্য হুমকি দেয়। বাড়ি থেকে টাকা নেওয়ার সময় মায়ের হাতে ধরা পরে যায় ওই ছাত্রী। এরপরেই সে বাড়িতে সব কথা খুলে বলে। এরপরেই প্রকাশ্যে আসে শিক্ষকের কুকীর্তি।