সাঁতরাগাছি : বন্ধুর ফোন পেয়ে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবতী এরপদিনই তাঁর মৃতদেহ পাওয়া যায় । ঘটনাটি ঘটেছে বুধবার সাঁতরাগাছি থানা এলাকায় ।
১৬ বছরের ওই কিশোরীর নাম প্রেয়সী ঘোষ । মাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরীর বাবা অশোক ঘোষ জানান, বাড়ি থেকে বেরোনোর আগে এক বন্ধুর ফোন এসেছিল । তাঁর বাড়ি থেকে বেরোনোর খবর কেউ জানতো না । সদর দরজা বন্ধ ছিল । সাড়ে এগারোটা নাগাদ আমি বুঝতে পারি মেয়ে ঘরে নেই । সারা রাত অপেক্ষা করার পর যখন মেয়ে ঘটে ফেরেনি তখন প্রতিবেশীদের নিয়ে মেয়ের খোঁজ করতে বেরোই ।
আর এরপরেই মেয়ের খোঁজ করতে গিয়ে তাঁদের সামনে আসে এই মর্মান্তিক ঘটনা । এলাকারই এক পুকুরে মেলে মেয়ের মৃতদেহ ।পরিবারের সদস্যদের অভিযোগ ফোন করে ডেকে নিয়ে খুন করা হয়ে হয়েছে তাঁকে। কিশোরীর মোবাইল ফোনও পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে । পুলিশ বিষয় টি নিয়ে তদন্ত শুরু করেছে ।