2 lakh free facility in SBI
লড়াই ২৪ : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর গ্ৰাহকেরা এখন বিনামূল্যে পেয়ে যাবেন দু’লক্ষ টাকা। ভারতের বিভিন্ন ব্যাঙ্ক গুলির মত SBI তাদের গ্রাহকদের জন্য এনেছে একটি স্কিম। এসবিআই দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ইন্সুরেন্স এর সুবিধা। স্টেট ব্যাঙ্কের এই সুবিধা দেওয়া হবে কেবলমাত্র জন ধন একাউন্ট হোল্ডারদের। এমনকি স্টেট ব্যাঙ্কের যে সমস্ত গ্রাহকদের কাছে রূপে ডেবিট কার্ড রয়েছে তাদের ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বীমার অফার দেওয়া হবে। আর বিভিন্ন বীমা গুলির মত ধন যোজনা একাউন্ট ও রূপে ডেবিট কার্ড ব্যবহারকারীদের মৃত্যু বীমা কভার এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। ফ্রী ইন্স্যুরেন্স এর সুবিধা পাবেন এই একাউন্ট হোল্ডাররা।
পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট থাকলে এখন বিনামূল্যে পাবেন ২ লক্ষ টাকার সুবিধা।
জন ধন অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় নথি-
জন ধন অ্যাকাউন্ট খুলতে গেলে যেসব নথি বাধ্যতামূলক তার মধ্যে রয়েছে আধার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, নরেগা জব কার্ড। এছাড়াও কোন গেজেটেড অফিসারের চিঠি যেখানে নাম,ঠিকানা, আধার নম্বর লেখা থাকবে, ছবিও এটাস্টেট থাকতে হবে তার সাথে।
নিজের নামে অ্যাকাউন্ট খুলতে চাইলে নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে। ফর্মে নিজের নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম, আবেদনকারীর নাম, নমিনির নাম, ব্যবসা বা বার্ষিক রোজগারের প্রমাণপত্র, এস এস কোড বা ওয়ার্ড নম্বর, ভিলেজ কোড বা টাউন কোড ইত্যাদি তথ্য জমা দিতে হবে।
আপনার পুরনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট সহজেই জন ধন অ্যাকাউন্ট এ বদলে ফেলতে পারবেন। এজন্য ব্যাঙ্কের শাখায় গিয়ে রূপে কার্ডের জন্য আবেদন করতে হবে এবং একটি ফর্ম ফিলাপ করে জমা দিলেই আপনার পুরনো অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
জনধন অ্যাকাউন্ট এর সুবিধা-
১৷এই অ্যাকাউন্ট খুলার ছয় মাস পর থেকে ওভারড্রাফট পাওয়া যায়।
২৷ দুর্ঘটনায় বীমা কভার ২ লক্ষ টাকা পর্যন্ত।
৩৷ ৩০ হাজার টাকা পর্যন্ত সাধারণ বীমার সুবিধা।
৪৷ আমানতের উপর সুদ।
৫৷ অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে মোবাইল ব্যাঙ্কিং- এর সুবিধা।
৬৷ রূপে ডেবিট কার্ডের সুবিধা যার মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
৭৷এর মাধ্যমে বীমা কিংবা পেনশন পাওয়া সহজ।
৮৷ এই অ্যাকাউন্টের মাধ্যমে পি-এম কিষাণ এবং পিএম শ্রমযোগী মানধন যোজনা অ্যাকাউন্ট খোলার সুবিধা হয়।
৯৷ সারাদেশে টাকা পাঠানোর সুবিধা আছে।
১০।সরকারি স্কিমের টাকা সরাসরি এই অ্যাকাউন্টে আসে।
2 lakh free facility in SBI