Read Time:1 Minute, 19 Second
Kisan Samman Nidhi status
লড়াই ২৪ : কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির দশম কিস্তির ২,০০০ টাকা নতুন বছরের পয়লা দিনই দেওয়া হবে। বুধবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি বেলা ১২ টা ৩০ মিনিটে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কিস্তির টাকা দেবেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ১০ কোটির বেশি কৃষককে ২০,০০০ কোটি টাকার বেশি দেওয়া হবে। গত বছর ২৫ ডিসেম্বর কৃষকদের অ্যাকাউন্ট টাকা জমা পড়েছিল। সেদিন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় ১৮,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল।
সেই সময় ন’কোটি কৃষকের অ্যাকাউন্টে ডিসেম্বর-মার্চ কিস্তির টাকা পড়েছিল। তবে পশ্চিমবঙ্গের কৃষকরা এই টাকা পাবেন কিনা, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
Kisan Samman Nidhi status