করোনার জের ,বাতিল ২০২০ র উচ্চ মাধ্যমিক পরীক্ষা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

সৌরভ দত্ত : আগেই বাতিল হয়ে গিয়েছে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। একই পথে আপাতত পরীক্ষা বাতিল করে দিয়েছে সিআইসিএসই বোর্ডও। ফলে উচ্চ মাধ্যমিকের ভবিষ্যতও স্পষ্ট হয়ে গিয়েছিল।

শুক্রবার বিকেলে সরকারিভাবে জানানো হল, বাতিল হয়ে গেল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ বাকি যে তিনদিনের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলি হবে না।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

করোনাভাইরাস পরিস্থিতির জেরে চলতি বছর মাঝপথেই স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ তিনদিনের পরীক্ষা বাকি ছিল। এরইমধ্যে রাজ্যের তরফে ঘোষণা করা হয়েছিল, স্থগিত পরীক্ষাগুলি ২৯ জুন, ২ এবং ৬ জুলাই হবে। কিন্তু আমফান পরিস্থিতিতে তা কিছুটা পিছিয়ে দিয়েছিল রাজ্য।

গত ২ জুন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ঘূর্ণিঝড় আমফানের দাপটে আট জেলার অনেক পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য আগামী ২, ৬ এবং ৮ জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনদিনের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

তবে এবার সরাসরি স্পষ্ট জানানো হল হছে না পরীক্ষা। শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা করে হবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment