rakhi date
কলকাতা: চারিদিকে চলছে করোনার দাপট। পয়লা বৈশাখ, রথ, ধনতেরাস, জামাই ষষ্ঠী, খুটি পুজো, সব করোনার দাপটে ভ্যানিশ হয়ে গেছে। তবে এবার যে উৎসব তা বাড়ি বসেই ছোট খাটো ভাবে সেরে ফেলতে পারেন।
এ বছর ৩ অগস্ট, সকাল ৯টা ২৮ মিনিট থেকে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত । সোমবার পড়েছে রাখি পূর্ণিমা ।রাখির শুভ তিথি থাকবে ১১ ঘণ্টা ৪৯ মিনিট ।
বলা হয়, রাখি বন্ধনের সূত্রপাত কৃষ্ণ আর দ্রৌপদীর হাত ধরে । একবার ধারালো অস্ত্রে আঘাত পেয়েছিলেন কৃষ্ণ । দ্রৌপদী তখন তাঁর শাড়ি ছিঁড়ে কৃষ্ণের আঙুলে পট্টি বেঁধে দিয়েছিলেন । একেই বলা হয় রক্ষা সুতো । রাখি।
করোনা নিয়ে সতর্ক থাকুন, নিয়ম মেনে চলুন । বাড়ি বসে রাখি হতেই পারে।
rakhi date