Metro
লড়াই ২৪ ডেস্ক: সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। ২ প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো চালানো হবে রাত সাড়ে ৯টায়।
এতদিন সোম থেকে শুক্র পর্যন্ত চলতো ২৪০টি মেট্রো। এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হল ২৪৬। এরমধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত চলবে ১৬৭টি মেট্রো। শুধু তাই নয়, সকাল, সন্ধ্যা যাত্রীর চাপ থাকলে ৫ মিনিটের ব্যবধানে চালানো হবে মেট্রো।
আরও পড়ুন………….টেটের প্রশ্ন ভুল, জরিমানার মুখে পড়লো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি
সকাল সাড়ে সাতটা থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী, দমদম থেকে দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী এবং দমদম থেকে কবিসুভাষগামী প্রথম মেট্রো পাওয়া যাবে।
তাছাড়াও এবার শেষ মেট্রো সময় বর্ধিত করা হয়েছে। এতদিন পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছিল রাত ৮টা ৪৮মিনিটে। এবার তা বর্ধিত করে করা হয়েছে রাত ৯টা ১৮মিনিটে। অপরদিকে দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টার পরিবর্তে সাড়ে ৯টায়। এছাড়া কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে নয়টায়। তবে এখনই চালু হবে না টোকেন পরিষেবা। ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। শনি ও রবিবার শুধুমাত্র চলবে স্টাফ স্পেশাল মেট্রো।