কবে নাগাদ মিলবে করোনা ভ্যাকসিন, জানিয়ে দিল কেন্দ্র

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নয়াদিল্লি: আগামী বছর জুলাই মাসের মধ্যে দেশের ২৫ কোটি নাগরিকের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে যাবে, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। রবিবার একথা জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, “আমাদের এখনকার হিসেব বলছে, ২০২১ সালের জুলাই মাসের মধ্যে প্রায় ২৫ কোটি মানুষের জন্য ৪০০ থেকে ৫০০ মিলিয়ন টিকার ডোজ আমরা হাতে পেয়ে যাব।”

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

প্রতিষেধক হাতে এসে পৌঁছলে, প্রথমে কাদের তা দেওয়া হবে, তা নিয়ে ধন্দ অবশ্য রয়েছে। হর্ষ বর্ধন জানান, স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। প্রয়োজনীয়তা বুঝে কাদের উপর আগে প্রতিষেধক প্রয়োগ করা উচিত অক্টোবরের মধ্যে তা জানিয়ে দিতে তাদের। তবে সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন যাঁরা, সেই স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment