বড় খবর: মিলল অনুমতি, ১০০ কিমি ট্রাক্টর মিছিলের হুমকি কৃষকদের
নয়াদিল্লি: অবশেষে ট্রাক্টর মিছিলের অনুমতি পেল কৃষকরা। দিল্লি পুলিশ কৃষকদের এই অনুমতি দিয়েছে। কিন্তু কোনপথে ট্রাক্টর এগোবে তার নকশা চেয়েছে পুলিশ।
অন্যদিকে কৃষকরা হুমকি দিয়েছে, ১০০ কিমির মিছিল বের করবেন তাঁরা। ২৬ জানুয়ারি মঙ্গলবার এই মিছিল বার করতে চলেছেন কৃষকেরা।
কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে এই ট্রাক্টর মিছিল করবেন কৃষকেরা। ১১ বার এই ইস্যুতে কেন্দ্র কৃষক বৈঠক হলেও তা ভেস্তে গেছে। আইন রদ করতে রাজি না কেন্দ্র।