কলকাতা: শুধু কলকাতাতেই আক্রান্ত ২৬ হাজারের বেশি ও মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল৷৷ তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজারের বেশি৷
গত ২৪ ঘন্টায় শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন৷ একদিনে মৃত্যু হয়েছে ২০ জনের৷ এই পর্যন্ত মৃতের সংখ্যাটা ৯০০ ছাড়িয়ে গেল৷ শুক্রবারের তথ্য অনুযায়ী, কলকাতায় মোট মৃতের সংখ্যা ৯০৭ জন৷
অন্যদিকে শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯১২ জন৷ বৃহস্পতিবারের থেকে কম৷ সেদিন আক্রান্তের সংখ্যাটা ছিল ২,৯৫৪ জন৷ তবে এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৮৯ হাজার ৬৬৬ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৬৫২ জন৷ একদিনে বেড়েছে ৮২৩ জন৷
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭ জন৷ ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৩ হাজার ৬০ জন৷ সুস্থ হয়ে উঠার হার ৭০.৩৩ শতাংশ৷
আরও পড়ুন BIG BREAKING: ভয়ংকর দুর্ঘটনা, ১৯১ জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
অন্যদিকে শনিবার রাজ্য জুড়ে চলছে আজ পূর্ণ দিবস লকডাউন। চলতি মাসের এটি দ্বিতীয় লকডাউন।
এই লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন রীতিমতো কড়া ভূমিকা নিয়েছে। সকাল থেকেই শুনশান রাস্তাঘাট। শুক্রবার রাস্তায় প্রচুর মানুষ ছিলেন, সে কারণে মনে করা হচ্ছে, লকডাউনের কথা মাথায় রেখেই মানুষ যাবতীয় কাজ সেরে রেখেছেন।
করোনা সংক্রমণে রাশ টানতে সপ্তাহে দু’দিনের এই লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সপ্তাহে দু;দিন হচ্ছে এই লকডাউন।
এই মাসে আপাতত ঘোষণা অনুযায়ী ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ তারিখ লকডাউন রয়েছে।
corona kolkata