ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ৩
মালদাঃ মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ৩ বাংলাদেশী গরু পাচারকারী। সূত্রের মাধ্যমে জানা গেছে তারা অবৈধভাবে ভারতের মাটিতে প্রবেশ করেছিলেন।
৫,৬ জন বাংলাদেশী পাচারকারী সীমান্ত পার করার চেষ্টা করেছিল, বিএসএফ তাদের হাতেনাতে ধরার চেষ্টা করলে তারা গুলি চালায় বলে অভিযোগ।
বিএসএফ ও পাচারকারীদের মধ্যে চলতে থাকে গুলির লড়াই। সেখানেই গুলি লাগে তিনজনের। মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং বাকি দুইজন গুলিবিদ্ধ পাচারকারীকে নিয়ে পালানোর চেষ্টা করলেও তাদের দুজনেরও মৃত্যু ঘটে। মালদার সীমান্তে মৃত বাংলাদেশী পাচারকারীদের মৃতদেহ বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়।