দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার সৈকত দিঘায় আত্মগোপন করে থাকা ৪জন দুষ্কৃতীকে আটক করল হাওড়া জেলার জগাছা থানার পুলিশ।তবে এই ঘটনার পর হোটেল কর্মী ও মালিকদের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, পুলিশ হাওড়া জেলার একটি এলএনটি কোম্পানির কেবল লাইন চুরির ঘটনায় তদন্তে নেমে জানতে পারে চার জন অভিযুক্ত চুরি কাণ্ডের পান্ডা। এরপর গোপন সূত্রে পুলিশ জানতে পারে চারজন অভিযুক্ত দীঘা শহরের একটি হোটেলে আত্মগোপন করে আছে। আর সেকারণেই পুলিশ গতকাল দিঘার একটি বেসরকারি হোটেলে এসে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
তবে পুলিশের প্রাথমিক অনুমান কেবিল চুরি কান্ডে আরো কয়েকজন যুক্ত আছে। তবে এই চারজন শুধু চুরি নয় তারা অনেক গুলো চুরি-ডাকাতি মাদক ও খুনের সঙ্গে যুক্ত ।তবে ইতিমধ্যে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।