Californium
লড়াই ২৪ ডেস্ক: কলকাতা থেকে তেজস্ক্রিয় পদার্থ সহ গ্রেফতার দুই ব্যাক্তি। বুধবার দমদম বিমানবন্দর এলাকায় গ্রেফতার করা হয় দুই সন্দেহভাজনকে। ধৃতদের নাম শৈলেন কর্মকার ও অসিত ঘোষ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা যথাক্রমে সিঙ্গুর ও পোলবা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি ধুসর রঙের পাথর। প্রতিটি পাথরের ওজন যথাক্রমে ২৫০ গ্রাম।
পুলিশের দাবি, পাথরগুলি অন্ধকারে উজ্জ্বল হয়ে উঠছে। পুলিশের দাবি, অত্যন্ত মিনারেলসে সম্পূর্ণ পাথরগুলি, সেই কারণেই অন্ধকার ঘরে আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। অপরদিকে তদন্তকারীদের দাবি, পাথরগুলি কোনো সাধারণ পাথর নয়, সেগুলি আসলে ক্যালিফোর্নিয়াম। এটি এক ধরণের অত্যাধিক তেজস্ক্রিয় পদার্থ যা উন্নত মানের বিস্ফোরক বানাতে সাহায্য করে।
আরও পড়ুন……..আজও অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম
সুত্রের খবর, প্রতি গ্রাম ক্যালিফোর্নিয়ামের বাজার মূল্য ১৭ কোটি টাকা। এদিন উদ্ধার হওয়া ক্যালিফোর্নিয়াম প্রায় ৪২০০ কোটি টাকার কাছাকাছি। বিধাননগর পুলিশ জানিয়েছে, কর্ণাটক থেকে রেলপথে ওই তেজষ্ক্রিয় পদার্থ কলকাতায় আনা হয়েছিল।
Californium