বাঁকুড়া: রবিবার থেকে আগামী ৫ অগষ্ট পর্যন্ত সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করা হয়েছে বাঁকুড়ার ‘শিল্প শহর’ হিসেবে পরিচিত বড়জোড়া। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে।
বড়জোড়া গ্রাম পঞ্চায়েত, গ্রাম ষোলআনা, চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় লোকজনের দেখা নেই। সব মিলিয়ে এদিন সকাল থেকে অঘোষিত বনধের চেহারা নিয়েছে বাঁকুড়ার এই শিল্প শহর।
করোনা সংক্রমণ ঠেকাতে বড়জোড়া গ্রাম পঞ্চায়েত, গ্রাম ষোলআনা ও চেম্বার অফ কমার্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ থেকে ব্যবসায়ী সকলেই।