বাড়ি থেকে উদ্ধার ৪০টি গোখরো সাপের বাচ্চা
নদীয়া: শান্তিপুর ব্লকের ফুলিয়া স্টেশন পাড়ার দিলীপ পাল নামের এক ব্যক্তির বাড়ি থেকে শনিবার সকালে উদ্ধার হয় ৪০টি গোখরো সাপের বাচ্চা। জানা গোয়েছে, দিলীপবাবু পরিত্যক্ত একটি জায়গায় ১০ বছর আগে বাড়ি করেছিলেন। কিন্তু এরকম হয়নি কখনও।
৩-৪ দিন আগে প্রথম একটি সাপের বাচ্চা দেখেন দিলীপবাবু। সেটিকে নিয়ে পাশের বাগানে ফেলে দেন তিনি। তারপর আবারও দু-একটি করে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়।
শুক্রবার সন্ধ্যেবেলায় তিনি খেয়াল করেন তাঁর বাড়ির উঠানের এক কোনায় কিছু সাপের ডিমের খোলস পড়ে আছে। দেখে সন্দেহ হয় তাঁর এবং শনিবার সকালে কোদাল দিয়ে ওই জায়গার মাটি খুড়তে থাকেন। সেখান থেকে ৪০টি সাপের বাচ্চা উদ্ধার করেন তিনি।
তারপর সকাল ৮ টা নাগাদ বনদপ্তর ফোন করে খবর দেন তিনি। কিন্তু বেলা ১টা বেজে গেলেও তাঁদের দেখা মেলেনি। এলাকাবাসীর অভিযোগ, এতগুলো সাপের বাচ্চা কোথাও ছেড়ে দিলে তা নিয়ে আরও চাঞ্চল্য সৃষ্টি হতে পারে।
এই নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি বনদপ্তরের পদাধিকারীদের সহযোগিতা না পেলে ড্রামে রাখা অতগুলো সাপের বাচ্চা হয়তো মারাও যেতে পারে।