লাদাখ: চিনের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করার কোনও সদিচ্ছা তাঁদের রয়েছে। কারণ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ৪০ হাজার চিন সেনা রীতিমতো ঘাঁটি গেড়ে রয়েছে৷
সূত্রের খবর, ৪০ হাজার সেনার পাশাপাশি একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানও মোতায়েন করে রেখেছে ওই এলাকায়৷ রয়েছে একাধিক কামানও৷ সব ভারতের দিকে নিশানা করা৷
এই মুহূর্তে বহু চিনা সৈন্য দাঁড়িয়ে আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে।এই পরিস্থিতিতে ফের একবার উচ্চস্তরের বৈঠকের কথা ভাবা হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকের পরই সেনা সরানোর প্রক্রিয়া শুরু করেছিল চিন। এবার আরও একবার এরকমই বৈঠকের কথা ভাবছে ভারত।
এদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার অর্থাৎ ২২শে জুলাই গুরুত্বপূর্ণ বৈঠকে বসে ভারতীয় বায়ুসেনা।
সেখানে যে কোনও পরিস্থিতির জন্য তৈরী থাকার জন্য বিমান বাহিনীকে বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে তিনি বলেন যে ভাবে এয়ার ফোর্স লাদাখের ফরওয়ার্ড বেসে দ্রুত গিয়েছিল, তাতে কড়া বার্তা গিয়েছে প্রতিপক্ষের কাছে।