নয়াদিল্লি: গত চার মাসে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৮ লক্ষেরও বেশি মানুষ। অন্যদিকে সুস্থও হয়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ । ভারতবর্ষে সুস্থতার হার চোখে পড়ার মত ৬২ শতাংশ । যা বিশ্বে চিকিৎসা ব্যাবস্থায় উন্নত দেশগুলির থেকে অনেক ভালো ।
করোনা পরিস্থিতি যখন খারাপ তখন অনেক সাধারণ মানুষ মনে করেছিল যেখানে আমেরিকা , ইতালির মত দেশে এত জন মারা যাচ্ছে। সেখানে ভারতে যদি লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হতে থাকে ভারত মৃত্যুপুরীতে রূপান্তরিত হবে ।
কিন্তু ভারতীয় চিকিৎসা ব্যবস্থা দেখিয়ে দিয়েছে কোনও দেশের থেকে পিছিয়ে নেই ভারত। অবশ্যই এর জন্য ধন্যবাদ প্রাপ্য ভারতীয় ডাক্তারদের।
এখন দেশে একদিনে প্রায় আক্রান্ত হচ্ছে ২৫০০০ এরও বেশি মানুষ। একদিনে সুস্থ হচ্ছে প্রায় ১৭০০০ করে এবং মৃত্যু ঘটছে প্রায় রোজ গড়ে ৫০০ জনের।
পরিস্থিতি জটিল থেকে জটিলতর হলেও একটাই ভালো খবর সুস্থ হওয়ার সংখ্যাটা দেশে অনেক ভালো । যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে এবং সাহস জোগাতে সাহায্য করবে করোনা রোগী এবং সাধারণ মানুষদের।