কাশ্মীরে এনকাউন্টার, সেনার হাতে খতম ৫ জঙ্গি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কাশ্মীরে এনকাউন্টার, সেনার হাতে খতম ৫ জঙ্গি

শ্রীনগর: বুধবার সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর। জম্মু-কাশ্মীরের শোপিয়ানে চলছে এই এনকাউন্টার।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সকালের দিকে ৩ জঙ্গিকে এনা নিকেশ করলেও বেলা ৪ টে নাগাদ প্রাপ্ত খবর বলছে, নিকেশ করা হয়েছে মোট ৫ জঙ্গিকে। বিগত চারদিনে জম্মু কাশ্মীরে এখনো পর্যন্ত ১৪ জঙ্গিকে খতম করেছে সেনা।

বুধবার ভোররাতেই সূত্র মারফত্‍‌ পুলিশের কাছে খবর যায় শোপিয়ানের একটি আপেল বাগানে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এর পরেই কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী ও সেনার যৌথ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। চার দিক থেকে ঘিরে ফেলা হয়েছে আপেলবাগানটি। এরপরেই শুরু হয়ে যায় লড়াই।

সূত্রের খবর পাকিস্তান সীমান্তে জঙ্গিদের ল্যঞ্চপ্যাড তৈরিতে সাহায্য করছে। ফের জেগে উঠেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গজিয়ে ওঠা লঞ্চপ্যাডগুলি। সেগুলি পুনরায় তৈরিতে সাহায্য করছে পাক সেনা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment