life insurance
লড়াই ২৪ : প্রায় সব বাড়িতেই বর্তমান এই সময়ে LPG সিলিন্ডার রয়েছে। তবে এই সিলিন্ডার ব্যবহারে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা আবশ্যিক। নইলে যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে।
তবে কোনও সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে গ্রাহকের কী কী সুবিধা পাওয়ার অধিকার রয়েছে, তা অনেকেই জানেন না। LPG গ্যাস নিলে গ্রাহকের নামে LPG সংস্থা দুর্ঘটনাজনিত বিমার কভারেজ দেয়। সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস লিক করে কোনও দুর্ঘটনা ঘটলে গ্রাহক সেই বিমা ক্লেইম করতে পারেন। এই বিমার সুবিধা দিত, সাধারণত LPG সংস্থাগুলি বিমা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকে।
গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়ার আগে ডিলারের অতি অবশ্যই দেখে নেওয়া উচিত সেই সিলিন্ডারটি ঠিক রয়েছে কিনা। LPG জনিত দুর্ঘটনার জেরে যদি গ্রাহকের বাড়ির ক্ষতি হয় বা মৃত্যু হয় সেক্ষেত্রে বিমার কভার রয়েছে। বাড়ির যদি ক্ষতি হয়, তবে গ্রাহক 2 লাখ টাকা আবেদন করতে পারেন।
যদি সংস্থার দেওয়া সিলিন্ডার থেকে বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে তবে গ্রাহক বিমার কভার পাবেন। 50 লাখের কবার পেতে পারেন কোনও ব্যক্তি। মনে রাখা দরকার সংস্থা বলছে, আহত লোক প্রতি 10 লাখ টাকা বিমার কভারেজ দেয় সংস্থা। এই বিমা পেতে গ্রাহককে অতি দ্রুত, কাছের পুলিশ স্টেশন ও LPG ডিলারকে দুর্ঘটনার ব্যাপারে জানাতে হবে।
তবে, আলাদা করো কোনও ব্যক্তির নামে এই বিমা করানো হয় না। সব গ্রাহকের নামেই এই বিমা করানো হয়। দুর্ঘটনার জেরে কেউ অসুস্থ হলে তাঁদের মেডিক্যাল বিল রেখে দেওয়া উচিত। গ্রাহককে নিজের ডিলারকে জানালেই হবে বা কাছের সংস্থায় গিয়ে যোগায়োগ করলেই তিনি এই বিমার সুবিধা পাবেন।l
Life insurance