ফের দলবদল, বুনিয়াদপুরে শক্তিবৃদ্ধি BJP র
জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থনে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস। আর তার হাত ধরেই বুনিয়াদপুরে শক্তি বাড়ালো বিজেপি।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন, বিজেপি নেতা স্বরূপ চৌধুরী, ফনি মাহাতো, সুপ্রিয় দত্ত সহ অন্যান্যরা।
বুনিয়াদপুরে বিজেপির দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৫০ জন বিজেপিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বোস।
কর্মসূচি থেকে রাজ্য সরকারকে একাধিক কটাক্ষের মাধ্যমে কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থন জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস।