বেজিং: সীমান্ত সংঘর্ষ নিয়ে লাদাখ সীমান্ত এখনো উত্তেজিত। এমনকি সেই উত্তেজনার খন্ড চিত্র ভেসে উঠছে দেশের বিভিন্ন প্রান্তে। পোড়ানো হচ্ছে চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং -এর কাশপুতুল।
সীমান্ত সংঘর্ষে শহিদ ২০ জওয়ানও। এমন পরিস্থিতিতে দেশবাসী যখন চিনা প্রোডাক্ট বয়কটের ডাক দিচ্ছে, ঠিক তখনই ভারতকে ৫,৭০০ কোটি টাকার ঋণ দিচ্ছে চীনা নেতৃত্বাধীন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক বা AIIB।
উল্লেখ্য, ভারতের ভেঙে পড়া অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে ও মূলত ব্যবসায়ীদের সাহায্য করা, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য এই ঋণ দেওয়া হচ্ছে AIIB। তবে এই ঋণ নিয়ে নেটিজেন মহল থেকে আসছে মিশ্র প্রতিক্রিয়া।
প্রসঙ্গত, সোমবার লাদাখের গুলওয়ান সীমান্ত থেকে ভারত-চীন দু’দেশের সেনা সরিয়ে নেওয়া পর্ব থেকেই এই উত্তেজনার সূত্রপাত।