কলকাতা: আগেই কলকাতায় আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার সেই সময়সীমা বাড়ানো হলো ৩১ জুলাই পর্যন্ত। সংক্রমণ বাড়ার ফলে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। মুম্বাই, পুনে, দিল্লি, চেন্নাই আমেদাবাদের মতো শহরগুলির থেকে এই শহরে আসবে না কোন বিমান।
মোট ৬ টি শহরের ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। কলকাতা থেকেও কোন বিমান যাবে না ঐ শহরগুলিতে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সচিব পিএস খোলা চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা,রাজ্যের এই পদক্ষেপ মেনে নেয় কেন্দ্র। প্রথমে ১৯ জুলাই পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার কথা হলেও সময়সীমা বাড়িয়ে তা করা হয় ৩১ জুলাই।
শুক্রবার পাওয়া রিপোর্ট অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১,৮৯৪ আর মৃত্যু হয়েছে আরো ২৬ জনের।