ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ৭
উলুবেরিয়া: শুক্রবার সকালে ৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়ার মনসাতলার কাছে পরপর ৩ টি গাড়িতে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহত হন ৭ জন। দুর্ঘটনার জেরে কলকাতাগামী লেনে ব্যাপক যানজট তৈরি হয়।
স্থানীয় সূত্রে খবর, সকাল ৯:৪৫ নাগাদ হাওড়া থেকে কোলাঘাটের দিকে একটি প্রাইভেট গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকে চলে যায় এবং উল্টো দিক থেকে আসা পর পর ২টি গাড়িকে ধাক্কা মারে।
ঘটনায় ১ জন মহিলা সহ ৭ জন আহত হন। মহিলার হাত ভেঙে গিয়েছে এবং তাঁর বুকেও লেগেছে বলে জানা যাচ্ছে। ২ জনের অবস্থা আশংকাজনক জনক হওয়ায়, তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বাকিদের উলুবেরিয়া মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়।