বারাকপুর: ফাঁকা জায়গায় দোকান করাকে কেন্দ্র করে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো স্থানীয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনার জেরে সোমবার রাতে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যারাকপুর মোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত চক কাঠালিয়া এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী সোমবার স্থানীয় যুবক অনিল রায় দোকান করার জন্য ফাঁকা জায়গায় খুঁটি পুঁতলে সেই নিয়ে স্থানীয় একদল যুবক তাতে বাঁধা দেয়। তাদের মধ্যে জমি নিয়ে বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা হাতাহাতি তে পরিণত হয়।
অভিযোগ ওই যুবকরা অনিল রায় কে বেধড়ক মারধর করে। এরপর তাকে এলাকার অন্যান্যরা উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এরপর আক্রান্তের স্ত্রী মোহনপুর থানায় আক্রমণ কারী দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে এবং ৮ জন কে গ্রেপ্তার করে।