দীঘা: করোনার আবহে দীঘার মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ৮০০ কেজি ওজনের এক বিশাল শংকর মাছ।
মৎস্যজীবীরা জানিয়েছেন এই ধরনের বিরল প্রজাতির চিল শংকর মাছ তারা আগে কখনো দেখেননি। এটা দেখতে খানিকটা ভাসমান জাহাজের মত। বিশাল এই মাছ দেখতে স্থানীয় পর্যটকরা ভিড় জমান।
ওজনের কারণে মাছটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য দড়ি ব্যবহার করতে হচ্ছিল এবং লকডাউনের সময় এত বড় মাছ হাতে আসার ফলে মৎস্যজীবীর আনন্দে আত্মহারা।
পাইকারি বাজারে নিলামে ওঠে মাছটি প্রতি কেজি ২১০০ টাকা করে। এছাড়াও এই মাছের তেল ও চামড়া ওষুধ তৈরীর ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে।