নিজস্ব প্রতিনিধি: এবার 9 বছরের শিশুকন্যাকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার হালিশহর আমবাগান কলোনি জোড়া পার্টি অফিস এর বাসিন্দা 21 বছরের যুবক তারক সাহা। মঙ্গলবার অভিযুক্তকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো অ্যাক্ট ধারা আইনে মামলা রুজু হয়।
