২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯০ হাজার, পাশাপাশি সুস্থ হয়েছেন ৭৪ হাজার
নয়াদিল্লি: ভারতে দৈনিক করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। অবশ্য সুস্থও হয়েছে প্রায় ৭৪ হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, আজ রবিবার ৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪১,১৩,৮১১। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৭০,৬২৬ জনের। করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩১,৮০,৮৬৫ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৮,৬২,৩২০।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০,৬৩২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৫ জনের। আর সুস্থ হয়েছেন ৭৩,৬৪২ জন। দেশে এখন সুস্থতার হার ৭৭.৩২ শতাংশ। আর মৃত্যুহার ১.৭২ শতাংশ।
ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৬৩,০৬২। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫,৯৬৪ জনের। সুস্থ হয়েছেন ৬,২৫,৭৭৩ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ২,১১,৩২৫।