বাইকের কাগজ দেখতে গিয়ে মৃত্যুর শিকার হলেন এক পুলিশ কর্মী

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Attempt to Murder a Cop

লড়াই ২৪ ডেস্ক: ভোর রাতে পুলিশ কর্মীকে কোপানোর অভিযোগ উঠলো খাস কলকাতায়। শিয়ালদহের কোলে মার্কেটে ডিউটিতে থাকাকালীন ওই কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এক মদ্যপ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। শুরু হয়ে গিয়েছে পুলিশি তদন্ত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আহত পুলিশ কর্মীর নাম আতিউর রহমান। তিনি মুচিপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ তিনি শিয়ালদহ ফ্লাইওভারের নীচে কোলে মার্কেটে একটি চায়ের দোকানের সামনে ডিউটিতে ছিলেন। সেই সময় এক বাইক আরোহীকে দাঁড় করান তিনি। তারাতলা বাসিন্দা মহম্মদ জাভেদ নামে ওই বাইক আরোহীর কাছ থেকে আতিউর বাইকের কাগজ চাইলেই জাভেদ আতিউরের সঙ্গে বচসা করতে শুরু করে। এরপর গাড়ি থেকে নেমে একটা ছুরি বের করে আতিউর রহমানকে তেড়ে যায় জাভেদ। প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে পুলিশ কর্মী। বেগতিক বুঝতে পেরে এগিয়ে এলাকার দোকানিরা। কিন্তু শেষ রক্ষা হয় না আতিউরের।

আরও পড়ুন………..উত্তর সিরিয়াতে গিয়ে আটক পাকিস্তানি যোদ্ধা, উদাসীন মনোভাব সরকারের

আতিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত। ভরা বাজারে যে এই রকম ঘটনা ঘটতে পারে তা সকলের ধারণার বাইরে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment