রাজস্থানে মাঝরাস্তায় খুন হল চিকিৎসক দম্পতি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

A couple shot by 2 men at rajasthan

জয়পুর:  রাজস্থানের ভরতপুরে মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গুলি করে খুন করা হল চিকিৎসক দম্পতিকে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, মৃত ডঃ সুদীপ গুপ্তা ও তার স্ত্রী ডঃ সীমা গুপ্তা বর্তমানে জামিনে মুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে ২৫ বছর বয়সী এক যুবতী ও ৬ বছরের এক শিশুকে খুন করার অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতেই ২০১৯ সালে পুলিশ তাঁদের গ্রেফতার করে ছিল। সন্দেহ করা হচ্ছে আজকের এই খুনের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে অতীতের সেই খুনের।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

শুক্রবার বিকালের দিকে ঘটে এই ঘটনাটি। দুই দুষ্কৃতী বাইক নিয়ে তাঁদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর সেই বাইক থেকে নেমে তারা ওই দম্পতির দিকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

শরীরের আর অর্ধেক কোথায়? আপনি জানেন?

জানা গিয়েছে, ওই দুই দুষ্কৃতী অনেকক্ষণ ধরেই তাদের পিছু করছিল। তারপর তারা বাইক নিয়ে দম্পতির গাড়ির সামনে এসে দাঁড়ায়। এই গোটা ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাইক থেকে সাদা জামা পরা ও মুখে গোলাপি গামছা বাঁধা এক ব্যাক্তি নেমে, তার শার্টের ভিতর থেক বন্দুক বের করে নিক্ষেপ করে গুলি চালিয়ে দেয় দম্পতির দিকে।

 

A couple shot by 2 men at rajasthan

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment