BREAKING: বিধ্বংসী আগুন কোভিড হাসপাতালে, পুড়ে মারা গেল আট রোগী
আমেদাবাদ: বিধ্বংসী আগুনে পুড়ে মারা গেল আট রোগী করোনা রোগী। ভোররাতে আগুন লাগে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ঘটনা ঘটেছে নভরঙ্গপুরার শ্রে হাসপাতালে।
যার ফলে, ঝলসে যায় আট কোভিড রোগী। সঙ্কটাপন্ন অবস্থায় তাঁদের চিকিৎসাও শুরু হয়, কিন্তু বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা।
বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে।